সিলেটের প্রধান নদী সুরমা ও কুশিয়ারা নদীর দুই পয়েন্ট কানাইঘাট ও ফেঞ্চুগঞ্জ দিয়ে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এসব স্থানে পানি কমছে ধীরগতিতে। এই দুই নদীর অন্য চারটি পয়েন্ট দিয়ে পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।