নিশ্চয়ই জানেন, রসুন মশলা হিসেবে রান্নাতে ব্যবহার হয়। তাছাড়া অনেক রোগ নিরাময়েও রসুন অতুলনীয়। তাই সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে অনেকেই রান্নায় ব্যবহারের পাশাপাশি এটি বিভিন্ন আইটেম করে খেয়ে থাকেন। তেমনি একটি সুস্বাদু খাবার হচ্ছে চাটনি। চাটনির নাম শুনে অনায়াসেই জিভে জল চলে আসে। চাটনি ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে খাওয়া ছাড়াও টক কিংবা ভাজা-পোড়ার সঙ্গেও খেতে বেশ ভালো লাগে। তাই আজ টমেটো নয়, তৈরি করে নিন ভিন্ন স্বাদের রসুনের চাটনি।