চীন–পাকিস্তান সীমান্ত নজরদারিতে ভারতের নতুন ড্রোন
প্রকাশিত: ২২ জুলাই ২০২০, ২০:৩৫
চীন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এবং পাকিস্তান সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় তদারকির জন্য ভারতীয় বাহিনী পেল সবচেয়ে হাল্কা ও ক্ষিপ্রগতি সম্পন্ন ড্রোন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই উড়ন্ত নজরদারকে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরিডও) তুলে দিয়েছে ভারতীয় সেনা বাহিনীর হাতে।ড্রোনের নাম দেওয়া হয়েছে 'ভারত'।
এই ড্রোন হাতে পাওয়ার পর প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) ও নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর দুর্গম অঞ্চলে আকাশপথে নজরদারি চালানো অনেক সহজ ও কার্যকর হয়ে যাবে। ডিআরডিওর পক্ষ থেকে সংবাদ সংস্থা এএনআইকে এই খবর জানানো হয়েছে।