জাপানি উপগ্রহের কাছে চীন, রাশিয়ার ‘কিলার স্যাটেলাইট’
প্রকাশিত: ২২ জুলাই ২০২০, ১৯:৩৬
জাপানের সরকারি সূত্র বলছে, চীনা ও রাশিয়ান ‘কিলার স্যাটেলাইটগুলো’ জাপানি কৃত্রিম উপগ্রহের কাছাকাছি শনাক্ত করা হয়েছিল। এতে করে উদ্বেগ বাড়ছে। কারণ তাদের মতে, জাপানের গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রতিরক্ষা সক্ষমতার সিস্টেমগুলোকে অক্ষম বা ধ্বংস করার উপায় খুঁজছে রাশিয়া ও চীন। টোকিওর এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে দেশটির স্থানীয় গণমাধ্যম ইউমিউরি সংবাদপত্র জানিয়েছে, এই বছরের শুরুর দিকে ‘রাশিয়ান কসমস ২৫৪২’ স্যাটেলাইটকে বারবার জাপানি কৃত্রিম উপগ্রহের কাছে দেখা গেছে। এ বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র বারবার সতর্ক করেছে জাপানকে।