গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসি গ্রামের কৃষক আবদুল জলিল (৫৫)। বন্যায় তিনটি ঘর ডুবে গেছে। পানিতে নষ্ট হয়েছে আসবাবপত্র। কিন্তু বাঁধে কিংবা উঁচু জায়গায় আশ্রয় নেননি। বাড়িতেই অবস্থান করছেন। ঘরবাড়ির পাশাপাশি বন্যার পানিতে পনেরো দিন ধরে ডুবে আছে একমাত্র অগভীর নলকূপটি। ফলে বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন। বন্যার পানি দিয়ে থালা–পাতিল পরিষ্কার করছেন। খাবার পানি সংগ্রহ করছেন দূর থেকে।