শরীয়তপুর বন্যা পরিস্থিতির অবনতি, মহাসড়কে যান চলাচল বন্ধ
প্রকাশিত: ২২ জুলাই ২০২০, ১৪:১২
শরীয়তপুরে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়ে বন্যার পানিতে ভাসছে শরীয়তপুরের ৪টি উপজেলার কমপক্ষে ৫০টি ইউনিয়ন ও ৪টি পৌরসভা। শরীয়তপুর-ঢাকা মহাসড়ক তলিয়ে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। গত ৬দিন ধরে শরীয়তপুর-ঢাকা ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ফলে শরীয়তপুর থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে শরীয়তপুরগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে পায়ে হেটে ও নৌকা ট্রলার যোগে পার হয়ে যাতায়াত করছে। ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের জন্য চরম দুর্ভোগ পোহাতে হবে।
এ দিকে বন্যার পানিতে হাজার হাজার পুকুরের মাছ ভেসে গেছে। কোটি কোটি টাকার মাছ ভেসে যাওয়ায় মৎস্য চাষিরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। তলিয়ে গেছে বাড়ি ঘর ও রাস্তা ঘাট। পানিবন্দি হয়ে পড়েছে কমপক্ষে ৩৫ হাজার পরিবার।