পদ্মার অব্যাহত ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন চাঁদপুরের রাজরাজেশ্বর ইউপির চরাঞ্চলের বাসিন্দারা। ভিটেবাড়ি হারিয়ে কোথায় যাবে, এমনি অনিশ্চয়তার মধ্যে তাদের এখন দিন কাটছে। গত দুইদিনে আরো কয়েকশ পরিবারের শেষ সম্বল বসতবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। এ নিয়ে গত কয়েক দিনের ভয়াবহ ভাঙনে এরইমধ্যে প্রায় ৫ শতাধিক বসতবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। বাদ পড়েনি ফসলি জমি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, ছোট বাজারও।
সহায় সম্বল হারানো মজিদকান্দি এলাকার জেলে রহমান মিয়া, কাজল গাজী ও খালেক বাউল বলেন, নদীতে আমাদের সব শেষ হয়ে গেছে। এখন পরিবারের সদস্যদের নিয়ে আপাতত এক আত্মীয়ের বাড়ি আশ্রয় নেব। কিন্তু পরে কোথাও যাব কি করবো তা বলতে পারছি না।