পশ্চিমবঙ্গে করোনার গুচ্ছ সংক্রমণের ঘোষণায় আতঙ্ক

প্রথম আলো প্রকাশিত: ২১ জুলাই ২০২০, ১২:৩৩

পশ্চিমবঙ্গে করোনার গুচ্ছ সংক্রমণ শুরু হয়েছে। গতকাল সোমবার বিকেলে রাজ্য সরকারের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এ কথা জানান। এই ঘোষণায় রাজ্যবাসীর মনে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। গত প্রায় এক সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ হু হু করে বাড়ছিল। তখনই সন্দেহ করা হচ্ছিল, রাজ্যে করোনার গুচ্ছ সংক্রমণ শুরু হয়ে গেছে। অবশ্য এই সন্দেহ আমলে নিচ্ছিল না রাজ্য সরকার। শেষমেশ সরকার স্বীকার করল, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় করোনার গুচ্ছ সংক্রমণ শুরু হয়েছে।


গতকাল রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণে মারা গেছে ৩৫ জন। সংক্রমিত ২ হাজার ২৮২ জন। পশ্চিমবঙ্গে এ পর্যন্ত সংক্রমিত ৪৪ হাজার ৭৬৯ জন। মারা গেছে ১ হাজার ১৪৭ জন। সুস্থ ২৬ হাজার ৪১৮ জন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us