You have reached your daily news limit

Please log in to continue


হারিয়ে যাওয়া এক জাতি, যাদের খোঁজ নেই মানচিত্রেও

কোনো দেশের আয়তন বা অবস্থান জানতে আমরা সে দেশের মানচিত্রই দেখে থাকে। আর মানচিত্র অনুসারেই সেই দেশের জনসংখ্যা সম্পর্কেও একটা ধারণা পাওয়া যায়। তবে আজ যে দেশের কথা বলছি, মানচিত্রেও নেই তাদের সঠিক তথ্য।  বলছি পৃথিবীর অন্যতম উন্নত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কথা। পুরো মার্কিন মুলুকে দুই কোটিরও বেশি আদি আমেরিকান, হাজারের উপর উপজাতি, ব্যান্ড এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর বাস। তবে স্থানীয় আমেরিকানদের সংখ্যা মাত্র এক দশমিক পাঁচ শতাংশ। তাদের ইতিহাস আজ অনেকটাই হারিয়ে গেছে। সংরক্ষণ এবং প্রচারের অভাবে হারিয়ে গেছে আদিবাসীদের ইতিহাসের নথি।  ২০১৬ সালে ভারতীয় বিষয়ক ব্যুরো দ্বারা এক সমীক্ষায় দেখা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রে আইনগতভাবে স্বীকৃত নেটিভ আমেরিকান উপজাতি এখনো আছে অতীতেও ছিল। তবে দুঃখের বিষয়, মহামারি এবং যুদ্ধের ফলস্বরূপ তার অনেকটাই বিলুপ্ত। আজ তাদের কোনো সঠিক ঐতিহাসিক মানচিত্র নেই। যা উত্তর আমেরিকার নেটিভ আমেরিকান উপজাতির অবস্থানকে জানান দেয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন