বাংলাদেশসহ পুরো উপমহাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা দিক থেকে আলোচনা শুরু করেছে বিএনপি। দেশে ও প্রতিবেশী ভারতে করোনাভাইরাসের বিস্তার, চীন ও ভুটানের সঙ্গে ভারতের দৃশ্যমান বিরোধসহ আরও কয়েকটি ইস্যুতে দলটির অবস্থান কী হওয়া উচিত—এ বিষয়ে প্রায় ৩ঘণ্টা আলাপ হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকাল ৫টা থেকে রাত প্রায় ৮টা পর্যন্ত অনুষ্ঠিত ভার্চুয়াল মিটিংয়ে স্থায়ী কমিটির সদস্যদের আলোচনায় এসব বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকে। তবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কোনও সিদ্ধান্ত হয়নি বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন স্থায়ী কমিটির একাধিক সদস্য।