কয়েকটি নদ-নদীতে পানির উচ্চতা কমতে শুরু করলেও বানভাসির দুর্ভোগ কমছে না। পানি না নামায় এখনো ডুবে আছে অধিকাংশ বন্যাকবলিত এলাকা। এখনো পানিবন্দী লাখ লাখ মানুষ। অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি-ফসলি জমি। তীব্র সংকট দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ও পশু খাদ্যের। চুলা ডুবে যাওয়ায় নেই রান্নার ব্যবস্থা।