ভুয়া কোম্পানির সুরক্ষা সামগ্রী সরবরাহ করতেন সাহেদ
প্রকাশিত: ১৮ জুলাই ২০২০, ১৪:৫৯
ভুয়া কোম্পানি খুলে বিভিন্ন হাসপাতালে নিম্নমানের পিপিই ও সুরক্ষা সামগ্রী সরবরাহ করতেন রিজেন্টের সাহেদ। শনিবার (১৮ জুলাই) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে প্রথম দিন রিমান্ড শেষে সাহেদ সম্পর্কে এ তথ্য দেন গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল বাতেন।
আব্দুল বাতেন বলেন, সাহেদ সম্পর্কে আমরা এ সকল প্রতারণার কথা জেনেছি। এছাড়াও আরো নানাবিধ প্রতারণার সঙ্গে জড়িত সাহেদ। করোনাকালের প্রথম দিকে যখন পিপিই ও স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী সংকট চলছিল, তখন ভুয়া কোম্পানি খুলে নিম্নমানের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহ করত সাহেদ।