দাঁতের হলদেটেভাব নিয়ে অস্বস্তিতে পড়েন অনেকেই। অনেক সময় এই হলদেটে দাঁত লজ্জারও কারণ হয়ে দাঁড়ায়। এই বিব্রতকর সমস্যা থেকে পরিত্রাণ পেটে অনেকেই নানা রকম পদ্ধতি অবলম্বন করে থাকে। তবে অবিশ্বাস্য হলেও সত্যি, হলুদ দিয়েই দাঁতের হলদেটেভাব দূর করা সম্ভব।