স্টেডিয়াম ও দলের জৈব-নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ওল্ড ট্রাফোর্ড টেস্টের একাদশ থেকে শেষ মুহূর্তে ছিটকে পড়েছেন ইংল্যান্ডের পেসার জফরা আর্চার। এজন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন। তাতে সমালোচনা কমছে না। ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ও ধারাভাষ্যকার মাইকেল হোল্ডিং যেমন বলছেন, দলের স্বার্থে আর্চারকে বাদ দিয়ে কাজের কাজই করেছে ইংল্যান্ড। সাউথ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট কিংবদন্তি নেলসন ম্যান্ডেলা ও তার ত্যাগের কথা উদাহরণ হিসেবে টেনে স্কাই স্পোর্টসকে হোল্ডিং বলেছেন, ‘তার জন্য আমার কোনো সহানুভূতি নেই।