নির্জন জলাভূমি এখন খুঁজে পাওয়া কঠিন। গভীর সংকটে জলজ প্রাণীরা। তাদের জীবন আজ টিকে থাকার সংগ্রামে মুখর। বাংলাদেশের এমন এক জলচর পাখি ‘ছোট-ডুবুরি’। এর ইংরেজি নাম Little Grebe। বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা এবং প্রখ্যাত পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক বাংলানিউজকে বলেন, এ পাখিটা সবার চোখের সামনে আছে অথচ চোখে ধরা পড়ে না- সেটা হলো আমাদের ‘ছোট ডুবুরি’।
পৃথিবীতে ‘ডুবুরি’ পাখি আছে মাত্র ২০ প্রজাতির। আর আমাদের দেশে একটি প্রজাতি আর সে পৃথিবীর সবচেয়ে ছোট-ডুবুরি। সারাবছর আমাদের দেশে থাকে। অন্য ডুবুরিরা শীতে আসে এখানে। ২৫ থেকে ২৯ সেন্টিমিটারের পাখি সে। ছোট-ডুবুরি’। এর ইংরেজি নাম Little Grebe।