করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখে দিতে অন্তত ৯৩ মিংক হত্যা করেছে স্পেনের অ্যারাগন অঞ্চলের সরকার। গত মে মাসে সাতজন কর্মী করোনাভাইরাসে পজিটিভ হওয়ার পর লা পুয়েবলা ডে ভালভার্দের মিংক ফার্মগুলো বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর থেকে বেজির মতো দেখতে প্রাণী ছিল পর্যবেক্ষণের মধ্যে।ভাইরাসে আক্রান্ত হলেও মিংকের মধ্যে অদ্ভূত কোনো আচরণ লক্ষ্য করা যায়নি কিংবা তাদের মৃত্যুর হারও বাড়েনি। যদিও সোমবার ৯০টি মিংকের নমুনা পরীক্ষার পর ৭৮টির মধ্যেই করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে। এরপরই কর্মকর্তারা মিংক হত্যার নির্দেশ দেন, যাতে অন্য প্রাণীর মধ্যে এই ভাইরাসটি ছড়িয়ে পড়তে না পারে।