সময়ের সঙ্গে সঙ্গে গ্রাম বাংলার ঘুড়ি উড়ানোর ঐতিহ্য প্রায় বিলুপ্তির পথে। নানা ধরন আর রঙের ঘুড়িতে এখন আর গ্রাম-মফস্বলের আকাশ ছেঁয়ে যায় না। তবে করোনাভাইরাসের কারণে ঘরবন্দি থেকে অনেকেই বাড়ির ছাদে বা পাশে উড়াচ্ছেন ঘুড়ি।দেশের অনেক এলাকার মতো চাঁদপুরের শিশু-কিশোর ও যুবক থেকে শুরু করে সব বয়সের মানুষ এখন ঘুড়ি উড়ানোর প্রেমে পড়েছে। এই সুযোগে বেকার হয়ে পড়া বিভিন্ন পেশার অসংখ্য কারিগররা এখন ঘুড়ি বানানোর কারিগর হিসেবে কাজ করছেন।