সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটাতে মরিয়া চীন-পাকিস্তান। শত্রু মনোভাবাপন্ন হয়ে উঠছে নেপালও। সব মিলিয়ে প্রতিবেশীদের নিয়ে খুব একটা স্বস্তিতে নেই ভারত। সবরকম পরিস্থিতির মোকাবিলা করতে তৈরি রয়েছে সেনা। এই অবস্থায় জম্মুতে ভারতীয় সেনার সাংগঠনিক কাঠামো খতিয়ে দেখলেন ভারতের সেনাপ্রধান এম এম নারাভানে।
নিয়ন্ত্রণরেখা জুড়ে ক্রমশই অশান্তি ছড়ানোর চেষ্টা করছে পাকিস্তান। লাগাতার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠছে। সোমবার জম্মুর নিয়ন্ত্রণরেখার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন সেনাপ্রধান নারাভানে। পাক সীমান্তের সঙ্গে সমান্তরাল রেখায় ভারতের প্রান্তের নিরাপত্তার ঘেরাটোপ ঘুরে দেখেন তিনি।