২০০২ সালের কথা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। বৃষ্টিতে ভেসে যায় নির্ধারিত দিন। পরদিন রিজার্ভ ডে'তেও বৃষ্টি হানা দেয়ায় আসেনি কোন ফলাফল। দুই দলকেই ঘোষণা করা হয় যৌথ চ্যাম্পিয়ন। এসব ছাপিয়েও ওই ম্যাচের সবচেয়ে আলোচিত বিষয় ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও লঙ্কান ক্রিকেটার রাসেল আর্নল্ডের মধ্যকার দ্বন্দ্ব। প্রায় দেড়যুগ পর এ বিষয়ে মুখ খুলেছেন লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।
প্রথম দিনে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ের সময়ই বারবার পিচে হাঁটছিলেন রাসেল আর্নল্ড। যেটি মানতে পারেননি গাঙ্গুলি। পিচ নষ্ট করার অভিযোগে বারবার তাকে সতর্ক করেন ভারতীয় অধিনায়ক। একপর্যায়ে দু'জনে জড়ান তর্কে। বিবাদ থামাতে সেসময় হস্তক্ষেপ করতে হয় মাঠের আম্পায়ারকে।