রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের রাজারামপুর এলাকার ধনতলা গ্রাম। বর্তমানে গ্রামটি ভার্মি কম্পোস্ট সারের গ্রাম নামে পরিচিতি পেয়েছে। এখানকার প্রত্যেক বাড়িতেই তৈরি হচ্ছে কেঁচো থেকে ফসলের উপকারী ওই সার।
এলাকার লোকজন মূল পেশার পাশাপাশি মাসে তিন থেকে চার ঘণ্টা শ্রম দিয়ে আর খুবই সামান্য পুঁজি খাটিয়ে তারা বাড়তি আয় করছেন। এতে সংসারে ফিরছে সচ্ছলতা। ফলে প্রতিনিয়ত পাল্টে যাচ্ছে এখানকার গ্রামীণ অর্থনীতির চিত্র- যা সবার জন্য অনুকরণীয় হয়ে উঠেছে।