‘নায়িকা শাবানা ম্যাডামের মতো বড় আইনজীবী হব’

প্রথম আলো প্রকাশিত: ১২ জুলাই ২০২০, ১০:৪৩

মূলত আইনি সেবা, বিশেষ করে নারীদের আইনি সেবা দিতে প্রায় দেড় বছর আগে থেকে কাজ শুরু করে অনলাইনভিত্তিক সংগঠন নারী অধিকার। এ গ্রুপের অ্যাডমিন আইনজীবী নুরজাহান কবির (নূপুর)। কর্মরত আছেন ঢাকা জজ কোর্টে। দুজন আইনজীবী বন্ধুকে নিয়ে ফেসবুকে এই পেজ খোলেন নুরজাহান কবির। নুরজাহান পেশার শুরুটা করেছিলেন ক্রিমিনাল ল দিয়ে।

সন্তানসম্ভবা হওয়ার পর প্রথম সন্তান, পেটের মধ্যে সন্তান ঠিকমতো বাড়ছে কি না ইত্যাদি নিয়ে মানসিক চাপ ছিল প্রচুর। নুরজাহান বলেন, ‘মা ও শাশুড়ি পাশে ছিলেন। তারপরও যেসব মা বা হবু মায়েরা এই রকম সময় পার করছেন, তাঁদের সঙ্গে সবকিছু শেয়ার করার তাগিদ থেকে তৈরি করি প্রেগনেন্সি জার্নি অ্যান্ড মাদারহুড গ্রুপ। সেই গ্রুপে এখন প্রায় ৫৪ হাজার নারী। মূলত এই গ্রুপই আমাকে নারী অধিকার পেজটি তৈরি করতে সাহায্য করেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us