করোনার টিকা কবে আসছে, সেই সুখবর দিলেন গবেষকরা

সময় টিভি প্রকাশিত: ১২ জুলাই ২০২০, ১০:২৫

নিউইয়র্কের ওষুধ উৎপাদনকারী ফাইজার ইনকরপোরেশনের সঙ্গে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিন তৈরিতে কাজ করছে জার্মান জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়ো এন টেক। প্রতিষ্ঠান দুটি চলতি বছরের শেষে প্রতীক্ষিত ভ্যাকসিন বিস্তৃত আকারে বিশ্বব্যাপী সরবরাহের জন্য নিয়ন্ত্রকদের অনুমোদন পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। বায়ো এন টেকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউগুর শাহিন ওয়াল স্ট্রিট জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এ বছরের মধ্যেই ভ্যাকসিন বাজারে আনার ব্যাপারে বিজ্ঞানীরা যে লক্ষ্য নির্ধারণ করেছিলেন তা অর্জনযোগ্য বলে মনে হচ্ছে। বায়ো এন টেক জানিয়েছে, তাদের ভ্যাকসিনের চূড়ান্ত ধাপ বা তৃতীয় পর্যায়ের পরীক্ষা এ মাসের শেষেই শুরু হচ্ছে। এ পরীক্ষায় ৩০ হাজার মানুষকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এ পরীক্ষার ফল চলতি বছরের মধ্যেই জানা যাবে। এরপর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিনটির অনুমোদন চাওয়া হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us