ধর্ম, সংস্কৃতি, আবহাওয়া এমন অনেক কিছুই মিল রয়েছে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে। মুলত এই মিল থাকার কারণে মালয়েশিয়ায় এসে খুব সহজে-ই নিজেদের মানানসই করে নিতে পারে বাংলাদেশিরা। এছাড়া মালয় ভাষা আয়ত্ব করায় বাংলাদেশিরা বেশ পটু। অন্যান্য দেশের নাগরিকেরা এতো সহজে মালয় ভাষা আয়ত্ব করতে পারে না যত সহজে বাংলাদেশিরা পারেন। মালয় ভাষা আয়ত্ব করার ফলে ইংরেজি ভাষার খুব একটা প্রয়োজন হয় না। বিদেশ যাওয়ার ক্ষেত্রে ইংরেজি ভাষায় দুর্বল বাংলাদেশীকর্মীরা মালয়েশিয়াকে বেছে নেয় অনেকটা এই ভাষার কারনেও।
এ ছাড়া খাবারের ক্ষেত্রেও রয়েছে বিশেষ মিল। মালয়রা সাধারণত ভাত, সবজি, মুরগি খেতে পছন্দ করেন। তবে ভাতের পরিমাণ কম এবং পানীয় জাতীয় খাবার ছাড়া চলেই না মালয়েশিয়ানদের। চা আর কফি'র নানা রুপ আর বৈচিত্র্য রয়েছে মালয়শিয়ায়। পানীয় জাতীয় প্রায় সবকিছুতে অধিক মাত্রায় বরফ খেতে পছন্দ করেন তারা।