বন্যা ও ভূমিধসে নেপালে ৩৫ জনের মৃত্যু

আরটিভি প্রকাশিত: ১১ জুলাই ২০২০, ১৪:১৯

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি শুক্রবার জাতির উদ্দেশে এক ভাষণে বলেছেন, দেশটিতে বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত ৩৫ জনের প্রাণহানি হয়েছে। ভারি বৃষ্টিপাতের কারণে হঠাৎ বন্যা ও ভূমিধসের ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নেপালের কর্মকর্তারা। খবর ডেকান হেরাল্ড ও বার্তা সংস্থা এএনআইয়ের।

রাজধানী কাঠমান্ডুর ২০০ কিলোমিটার উত্তরপশ্চিমাঞ্চলে মিয়াগদি জেলায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আর নিখোঁজ রয়েছে আরও ৩০ জনের বেশি। জেলার প্রশাসক জ্ঞান নাথ ধকল শুক্রবার বলেছেন, এসময় আরও বেশকিছু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।

ধকল বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ এখনও নিখোঁজ ব্যক্তিদের খোঁজা হচ্ছে। ইতোমধ্যেই ৫০ জনকে হেলিকপ্টারে করে নিরাপদে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে বলেও জানান তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us