করোনাভাইরাসের চেয়ে ক্ষুধায় বেশি মানুষ মারা যেতে পারে : অক্সফাম
প্রকাশিত: ০৯ জুলাই ২০২০, ১৩:৩০
চলতি বছরের শেষ নাগাদ বিশ্বে প্রতিদিন ১২ হাজার মানুষ মারা যেতে পারে খাবার না পেয়ে। দাতব্য সংস্থা অক্সফাম আজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খাদ্যের সংকট করোনাভাইরাসের চেয়ে বেশি মৃত্যু বয়ে আনবে বলেও আশঙ্কা প্রকাশ করছে অক্সফাম। সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।
অক্সফাম বলছে, করোনার কারণে চাকরি হারানো, খাবার উৎপাদন কমে যাওয়া এবং পরিবহনে বাধা নেতিবাচক ভূমিকা নিয়ে আসবে। অক্সফামের প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জেরে গণহারে বেকারত্ব, খাদ্য উৎপাদন ব্যাহত হওয়া এবং ত্রাণ সহায়তা হ্রাস পাওয়ার কারণে চলতি বছরের শেষে প্রায় ১২ কোটি ২০ লাখ মানুষ নিদারুণ খাদ্যাভাবে ভুগতে পারে।