‘শৈশবের ভুল শিক্ষার মাধ্যমেই শুরু হয় কালোদের প্রতি ঘৃণা’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৯ জুলাই ২০২০, ১০:৩৭

বর্ণবাদী আচরণের ব্যাপারে এখন উত্তাল সারা বিশ্ব। এর ছোঁয়া লেগেছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। যুক্তরাষ্ট্রে আফ্রিকান-আমেরিকা জর্জ ফ্লয়েড হত্যার ব্যাপারে সরব ফুটবল, ক্রিকেটসহ প্রায় সব খেলার ক্রীড়াবিদরা। সবাই এক বাক্যে সমর্থন দিচ্ছেন বর্ণবাদ বিরোধী আন্দোলনে। একাত্মতা প্রকাশ করছেন ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ স্লোগানের সঙ্গে।

এ বিষয়ে বিশদ আলোচনা করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার মাইকেল হোল্ডিং। স্কাই স্পোর্টসের সঙ্গে আলোচনায় তিনি তুলে ধরেছেন সমাজের প্রচলিত শিক্ষা ব্যবস্থার ত্রুটি, জানিয়েছেন কীভাবে একদম ছোটবেলা থেকেই একজন শিশুর মনে ঢেলে দেয়া হয় বর্ণ বৈষম্যের বিষ। বুধবার থেকে শুরু হয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজ। বর্ণ বৈষম্যের ব্যাপারে রুখে দাঁড়ানোর জন্য দুই দলের জার্সিতেই রয়েছে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার লোগো’।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us