সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসের প্রকোপ কমে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে ১০৭ দিন পর মসজিদগুলো খুলে দেয়া হয়েছে। মসজিদ খুলে দেয়ার মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বুর্জ খলিফায় আজান দেয়া হয়েছে। এছাড়া আজানের বাক্য ‘হাইয়্যা আলাস সালাহ’ বলার সঙ্গে সঙ্গে টাওয়ারে আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এ বাক্য। বর্ণিল আলোয় আরবিতে ‘হাইয়্যা আলাস সালাহ’ লেখা দেখে দর্শকরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে মুহূর্তটি স্মরণীয় করে রেখেছেন। আজান শেষে আরব আমিরাতে মসজিদ খোলার জন্য টাওয়ারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানানো হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়।