বাড়িতে নিজেই নিন এসির যত্ন

আরটিভি প্রকাশিত: ০৭ জুলাই ২০২০, ১৮:০৫

গরম, বৃষ্টি আর আর্দ্রতা- তিনটা মিলেই দেশে অস্থির অবস্থা। এই সময়টায় শীতাতপ নিয়ন্ত্রিত মেশিন ছাড়া থাকতে পারেন না অনেকেই। করোনা সংকটে এদিকে এসি মেকানিককে খুঁজে পাওয়া দুষ্কর। তাই মেশিন পরিষ্কার ও দেখভালও নিজেই করে ফেলতে চাইছেন অনেকেই।

বাড়িতে সাধারণত দু রকমের এয়ারকন্ডিশনার মেশিন ব্যবহার করা হয়। স্পিল্ট এবং উইন্ডো এসি, ইদানীং বড় হল ঘরের জন্যে অনেকেই টাওয়ার এসিও ব্যবহার করছেন। স্পিল্ট এসি ঘরের সিলিংয়ের কাছাকাছি লাগানো হয় বলে পরিষ্কার করতে অসুবিধা হয়। তবে ভাঁজ করা সিঁড়ি থাকলে মেশিন পরিষ্কার করতে অসুবিধা হওয়ার কথা নয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us