দুই-এক জন নয়, একসঙ্গে ৪৫ জন নিষিদ্ধ হয়েছেন আর্মেনিয়ান ফুটবলে। ম্যাচ পাতানোয় জড়িত থাকার প্রমাণ মেলায় আর্মেনিয়ায় দ্বিতীয় বিভাগের ৫টি ফুটবল ক্লাবকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। আজীবন নিষিদ্ধ করা হয়েছে ক্লাব মালিক, খেলোয়াড়, কোচসহ ৪৫ জনকে।
ম্যাচ পাতানো জড়িত থাকায় আরও ১৩ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। আর্মেনিয়ান ফুটবল ফেডারেশন (এফএফএ) এই শাস্তি নিশ্চিত করেছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে, নিষিদ্ধ হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন রাশিয়ান পাসপোর্টধারী ক্লাব মালিক, খেলোয়াড় ও কোচ এবং ইউক্রেন, লাটভিয়া ও বেলারুশের খেলোয়াড়। অযোগ্য ঘোষণা করা দ্বিতীয় বিভাগের ৫টি দল হলো লোকোমোতিভ ইয়েরেফন, আরাগাতস, তরপেদো ইয়েরেফন, মাসিস এবং এফসি ইয়েরেফন।