করোনায় করুণ অবস্থা পর্যটননির্ভর পরিবারগুলোর

প্রথম আলো প্রকাশিত: ০৭ জুলাই ২০২০, ১০:০০

সিলেটে করোনাভাইরাসের প্রভাবে পযর্টনকেন্দ্রগুলোতে হতশায় ভুগছেন পযর্টননির্ভর নিম্ন আয়ের লোকজন। করোনার প্রাদুর্ভাবে বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও এর প্রভাবে লকডাউনে বন্ধ রয়েছে সবকিছু। বাংলাদেশের পর্যটনকেন্দ্রগুলোর মধ্যে সিলেটে অধিকাংশ বিদ্যমান। বিছনাকান্দি, জাফলং, রাতারগুল, সাদাপাথর (ভোলাগঞ্জ), লালাখাল, সিলেট চা–বাগান, শ্রীমঙ্গল চা–বাগান, মাধবকুণ্ড জলপ্রপাত, হাম হাম ঝরনা, টাঙ্গুয়ার হাওর ইত্যাদি পযর্টনকেন্দ্রের মাধ্যমে জীবিকা অর্জন করে চলেছে হাজারো অসহায় নিম্ন আয়ের পরিবার। করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশের সব পযর্টনকেন্দ্র অনির্দিষ্টকালের লকডাউনে আছে।


গত ৩ মাস কোভিড-১৯–এর ফলে সিলেটের পযর্টনকেন্দ্রগুলোও বন্ধ রয়েছে। এতে প্রায় হাজারো পযর্টন রেস্টুরেন্ট, পযর্টন হোটেল, ট্যুরিস্ট ফটোগ্রাফার, নৌকার চালক, চা–দোকানিসহ সংশ্লিষ্ট পযর্টননির্ভর প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এসব মাধ্যমে কাজ করে অসহায় পরিবারগুলোর রুটিরুজি একমাত্র সম্বল এই পযর্টনকেন্দ্র। করোনার প্রাদুর্ভাবে বর্তমানে সিলেটে পযর্টনকেন্দ্র–নির্ভর হওয়া অসহায় নিম্ন আয়ের প্রতিটি পরিবারে অভাবের ছায়া দেখা দিয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us