৩ বছর আগে উপহার পাওয়া অস্ত্র নিয়ে শুটারদের অপদস্থ করার পেছনে ফেডারেশনের শীর্ষ দুই কর্তার অন্তর্দ্বন্দ্বকে দোষছেন শুটাররা। অন্যদিকে, ফেডারেশনর কাছ থেকে কোন ধরণের অনুমোদন না নিয়ে অস্ত্র নিয়ে এসেছেন শুটাররা। অস্ত্র বৈধতার ব্যাপারে ফেডারেশনের সাথে যোগাযোগও করেনি বলে শুটারদের উপর দোষ চাপালেন বাংলাদেশ শুটিং ফেডারেশনের সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী। এদিকে, তিন বছর আগে কিভাবে বাংলাদেশে শুটাররা অস্ত্র নিয়ে আসলেন তার সঠিক জবাব নেই এনবিআরের কাছে।
সম্ভাবনার শুটিং হারাচ্ছে গৌরব। যতটুকু টিকে আছে বাকি, শাকিলদের হাত ধরে তাও ম্লান হচ্ছে ফেডারেশন শীর্ষ পর্যায়ের কর্তাদের দ্বন্দ্বে। নির্বাচন কেন্দ্রিক জটিলতা বাড়ছে ফেডারেশনে। চাকরি ছেড়েছেন অনেক কর্মকর্তা। এবার প্রকাশ্যে সভাপতি এবং মহাসচিবের দ্বন্দ্ব। ৩ বছর আগে জার্মানিতে শুটিং বিশ্বকাপ শেষে উপহার পাওয়া অস্ত্র নিয়ে বাংলাদেশে এসেছিলেন সুফিয়ান, রিসালাত, অর্ণবরা।