এই হাসিতেই বেকায়দায় জান্নাত

কালের কণ্ঠ প্রকাশিত: ০৬ জুলাই ২০২০, ১৪:২৯

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ও টিকটক তারকা জান্নাত জুবাইর রহমানি একটি ছবি পোস্ট করে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, হলোকাস্ট ট্র্যাজেডি ‘দ্য ডায়েরি অব এ ইয়াং গার্ল’ বই পড়ছেন তিনি। তবে তাঁর মুখে হাসি। আর এতেই ক্ষুব্ধ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। টিকটিকসহ মোট ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার, যার প্রভাব পড়েছে লাখো সাবস্ক্রাইবারের ওপর। টিকটকে ব্যাপক জনপ্রিয় অভিনেত্রী জান্নাত জুবাইর।

এই অ্যাপে তাঁর ২৭ মিলিয়ন ফলোয়ার রয়েছে। জান্নাত সম্প্রতি আনা ফ্রাঙ্কের ‘দ্য ডায়েরি অব এ ইয়াং গার্ল’ বইটি পড়ার ছবি ইনস্টাগ্রামে শেয়ার দিয়েছিলেন। সেখানে তাঁকে এই ওয়ার্ল্ড ক্লাসিক বই পড়ে হাসতে দেখা যাচ্ছে। আর এতেই  ক্ষুব্ধ হয়ে ওঠেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। এক টুইটার ব্যবহারকারী সেই ছবি পোস্ট করে লেখেন, ‘একজন নির্যাতিতের দিনপঞ্জি পড়ে কীভাবে হাসতে পারেন তিনি।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘ঠিক হয়েছে টিকটক বন্ধ করে।’ পরে অবশ্য সেই পোস্ট সরিয়ে ফেলেন জান্নাত। তবে সেই ছবি এরই মধ্যে ভাইরাল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us