নতুন কোচ হিসেবে আর্না স্লটকে নিযুক্ত করার পথে অনেকটাই এগিয়ে গেছে লিভারপুল। বিবিসির খবর, ডাচ এই কোচের বর্তমান ক্লাব ফেইনুর্দের সঙ্গে এরই মধ্যে সমঝোতায় পৌঁছেছে প্রিমিয়ার লিগের দলটি।
চুক্তি অনুযায়ী স্লটকে পেতে ডাচ ক্লাব ফেইনুর্দকে মোট ৯৪ লাখ পাউন্ড দিতে রাজি হয়েছে লিভারপুল। বিবিসির প্রতিবেদনেই বলা হয়েছে, মূল চুক্তি ৭৭ লাখ পাউন্ডের, সঙ্গে যোগ হতে পারে আরও ১৭ লাখ পাউন্ড।