ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ঋণ বিতরণ ও ব্যবসায়ী সংগঠনের ভূমিকা
প্রকাশিত: ০৬ জুলাই ২০২০, ১২:০১
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোই বাংলাদেশের অর্থনীতির প্রাণ- একথা নিঃসেন্দহে বলা যায়। এই দেশের প্রায় নব্বই শতাংশ উদ্যোক্তা এই শ্রেণীর অন্তর্ভুক্ত। বাকি দশ শতাংশ হলো কর্পোরেট বা বড় মানের উদ্যোক্তা। বিশাল এই অর্থনৈতিক গোষ্ঠীর সিংহভাগই ব্যাংকিং তথা অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে অনেক দূরে । এই উদ্যোক্তা শ্রেণী হয় নিজের ক্ষুদ্র পুঁজি নিয়ে ব্যবসা করছেন নয়তো দাদন ব্যবসায়ীদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে কোন রকম ভাবে নিজের ব্যবসাকে চালিয়ে নিচ্ছেন। ফলশ্রুতিতে, দু’একজন হয়তো টিকে থাকেন, বাকিরা সবাই পুঁজির সংকটে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন, নয়তো পরিবর্তন করছেন। এই শুধু টিকে থাকার সংগ্রামকে আর যাই হোক ব্যবসা বলা যাবে না।