চিতাবাঘ নাম হলেও এটা কিন্তু বাঘ নয়। এটি খুলনার তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামের কায়নাতের শখের তেজদীপ্ত ষাঁড়ের নাম। গায়ের রঙের কারণে ষাঁড়টির মালিক নাম রেখেছেন চিতা বাঘ। ক্রেতা ও ব্যাপারিদের কাছে তিনি এটির দাম হেঁকেছেন ১০ লাখ টাকা!
চার বছর আগে জন্ম নেওয়া ষাঁড়টির আকৃতি এখন বিশাল। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এবার বাজারে তুলতে চাচ্ছেন ‘চিতাবাঘকে’।
কায়নাত বলেন, ‘ষাঁড়টির দৈর্ঘ্য সাড়ে ৫ হাত, প্রস্থ সাড়ে ৩ হাতের বেশি। ওজন ৪০ মণ। কালো আর সাদা রঙের ষাঁড়টি ক্রস জাতের। দেশীয় পদ্ধতিতে নিজের খামারে মোটাতাজা করা হয়েছে।’ তিনি বলেন, ‘নিজের সন্তানের মতো লালন-পালন করেছি চিতাবাঘকে। সময়ের সাথে সাথে ওর আকৃতি বেড়েছে। চেহারা ও স্বভাবে সে এখন সত্যিই চিতা বাঘ। এলাকার কোনো গরু তার সাথে যুদ্ধে পারে না।’
‘এবার গরুর জন্য খড় সংকট ছিল। কষ্ট করে চার বছর ধরে গরুটি লালন পালন করে করোনার কারণে এবার দাম নিয়ে চরম দুশ্চিন্তায় আছি,’ যোগ করেন কায়নাত।