মাস্ক না পরা নাগরিকরা রাষ্ট্রীয় সেবা পাবেন না : রুহানি
প্রকাশিত: ০৫ জুলাই ২০২০, ০৯:২০
সারা বিশ্বের মতো মহামারি নভেল করোনাভাইরাসের তাণ্ডব চলছে ইরানেও। দেশটিতে আবারও করোনার সংক্রমণ বাড়তে শুরু করায় নতুন করে বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি গতকাল শনিবার বলেছেন, ইরানের যে নাগরিকরা মাস্ক পরবেন না, তাঁরা রাষ্ট্রীয় সেবা থেকে বঞ্চিত হবেন। আর কোনো প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে চলতে ব্যর্থ হলে এক সপ্তাহের জন্য সেটি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন রুহানি। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, যাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন, অন্যদেরকে সে ব্যাপারে অবগত করার ধর্মীয় দায়িত্ব রয়েছে তাঁদের। নিজের আক্রান্ত হওয়ার তথ্য গোপন রাখাটা অন্যদে