মার্কিন দূতাবাস নিয়ে পুতিনের ব্যঙ্গোক্তি

বার্তা২৪ প্রকাশিত: ০৫ জুলাই ২০২০, ০৪:২৫

এলজিবিটি অধিকার উদযাপনে রংধনু পতাকা উত্তোলন করায় মস্কোতে অবস্থিত মার্কিন দূতাবাস নিয়ে ব্যঙ্গোক্তি করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার (৩ জুলাই) তিনি বলেন, এতে সেখানকার কর্মীদের যৌনতার ধরন প্রতিফলিত হয়েছে।

তার এমন মন্তব্যে দেশজুড়ে সংবিধান সংস্কারের জন্য ভোট গ্রহণ হয়। বিশেষ করে বিয়ের সংজ্ঞায় নারী পুরুষের আবদ্ধ হওয়ার বিষয়টি পরিবর্তনের দাবি জানানো হয়।

পুতিন বলেন, মার্কিন দূতাবাসের এলজিবিটি গর্বিত পতাকা উত্তোলনের পদক্ষেপের ফলে সেখানে যারা কাজ করে তাদের বিষয়ে কিছু ব্যাপার প্রকাশিত হয়েছে।

রাশিয়াকে উদারবাদী পশ্চিমা মূল্যবোধ থেকে দূরে রাখতে চাওয়া এবং নিজেকে রাশিয়ার গোঁড়া চার্চের সাথে যুক্ত করা পুতিন বলেন, অবশ্য এটি কোন বড় বিষয় নয়। আমরা এ ব্যাপারে অনেক বার কথা বলেছি এবং আমাদের অবস্থান স্পষ্ট। হ্যাঁ, আমরা অপ্রাপ্তবয়স্কদের কাছে সমকামীতা নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো নিষিদ্ধ করে আইন পাশ করেছি। তাতে কী? তাদের বেড়ে উঠতে দিন, প্রাপ্তবয়স্ক হোক, তারপর তারা নিজেদের নিয়তি ঠিক করবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us