You have reached your daily news limit

Please log in to continue


দুর্গম এলাকায় ত্রাণ বিতরণে সমস্যা হচ্ছে: প্রতিমন্ত্রী

বন্যাদুর্গত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ চলছে। তবে দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে কিছু এলাকায় ত্রাণ বিতরণে সমস্যা হচ্ছে বলে জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান। ত্রাণ বিতরণ কার্যক্রমে দুর্নীতি হওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। পাহাড়ি ঢল ও নদ-নদীর পানি বাড়ায় দেশের বিভিন্ন স্থানে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। পানিবন্দী বেশিরভাগ মানুষ ঘর-বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, আশ্রয়কেন্দ্র ও উঁচু সড়কে। এসব মানুষ বিশুদ্ধ খাবার পানি ও শুকনা খাবারের সংকটে আছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, দুর্গত এলাকার মানুষদের মধ্যে জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহ করা হচ্ছে। তবে, কিছু এলাকায় যোগাযোগ ব্যবস্থার কারণে, ত্রাণ বিতরণে কিছুটা সমস্যা হচ্ছে।শিশুখাদ্য ও গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয়ায় জরুরিভাবে বন্যাদুর্গত এলাকায় শিশুখাদ্য ও নগদ টাকা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ভবিষৎতে বন্যা মোকাবেলায় নদী রক্ষা বাঁধের আধুনিকায়ন করার পরিকল্পনার কথাও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন