প্রকৃতির ইঞ্জিনিয়ার তকমায় ভূষিত পাখিকূল। খড়-কুটোর সাহায্যে মজবুত বাসস্থান গড়ার প্রতিভা রয়েছে, যা ঝড়-ঝাপটার মধ্যেও নিরাপদ জীবন কাটে তাদের। সব ক্লান্তি দূর করে বংশ বিস্তারে ভূমিকা রাখে খড়-কুটোর তৈরি বাসাগুলো। আবার অনেক সময় বিচিত্রভাবে বাসা বানায় পাখিরা। যা সত্যিই বিস্ময়কর। সম্প্রতি বিস্ময়কর একটি বাসার ছবি ভাইরাল হয়েছে। যা দেখে বাসা তৈরি করা পাখিকে ইঞ্জিনিয়ার বার্ড বলছেন নেটিজেনরা।