করোনায় পিআরএলে থাকা যুগ্মসচিবের মৃত্যু

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৪ জুলাই ২০২০, ১০:২২

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা যুগ্মসচিব খুরশীদ আলমের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শনিবার (৪ জুলাই) সকালে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। খুরশীদ আলম বিসিএস অষ্টম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।জনপ্রশাসন সচিব বলেন, ‘খুরশিদ আলম সর্বশেষ যুগ্মসচিব হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। কিছুদিন আগে তিনি পিআরএলে গেছেন। খুরশীদ আলম করোনায় আক্রান্ত হয়ে বাসাতেই ছিলেন। পরে ল্যাবএইড হাসপাতালে ভর্তির পর গত রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।’

এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে প্রশাসনের ১২ জন কর্মকর্তার মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২৯ জুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুবরণ করা অন্যান্যদের মধ্যে রয়েছেন- দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক (উপসচিব) জালাল সাইফুর রহমান, যুগ্মসচিব ফখরুল কবীর, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব কিবরিয়া চৌধুরী, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব আ. রশিদ, অতিরিক্ত সচিব গৌতম আইচ সরকার, পিআরএলে থাকা অতিরিক্ত সচিব তৌফিকুল আলম, ইপিসিএস (ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিস) কর্মকর্তা মোহাম্মদ আলী, সাবেক যুগ্ম সচিব ইসহাক ভূঁইয়া, অবসরপ্রাপ্ত সচিব বজলুল করিম চৌধুরী ও সাবেক যুগ্মসচিব সরওয়ার আলম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us