You have reached your daily news limit

Please log in to continue


ট্রাফিক লাইটে অন্য রঙ ব্যবহার না হওয়ার রহস্যটি জানেন কি?

রাস্তায় চলাচলের ক্ষেত্রে আমাদের সবাইকেই ট্রাফিক সিগন্যাল মেনে চলতে হয়। বিশেষ করে যারা গাড়ি চালান, তাদের জন্য এই সিগন্যাল মেনে চলা বাধ্যতামূলক। নইলে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। যা প্রাণও কেড়ে নিতে পারে। নিশ্চয়ই জানেন ট্রাফিক লাইটে নির্দিষ্ট তিনটি রঙের ব্যবহার করা হয়। এমনকি ছোটবেলা আমরা পাঠ্যবইতেও ট্রাফিক লাইটের রঙের বিবরণ জেনে ও পড়েছি। ট্রাফিক লাইটের তিনটি ভিন্ন ভিন্ন রঙের ব্যবহার ও কারণও সবার জানা। তবে কখনো কি মনে প্রশ্ন জেগেছে যে, এতোগুলো রঙের মধ্যে কেন লাল, হলুদ, সবুজ- এই রঙ তিনটিকেই বেছে নেয়া হলো। কেন বেগুনী, গোলাপি কিংবা নীল নয়? চলুন তবে এর পেছনের রহস্যটি জেনে নেয়া যাক- ট্রাফিক সিগন্যালে এই প্রাইম তিনটি রঙের ব্যবহারের পেছনে আছে রঙের ব্যবহারের ইতিহাস। মূলত গাড়ির চলাচল ও প্রচলনের অনেক আগে থেকেই ট্রেনের ব্যবহার ও প্রচলন ছিল। ট্রেনের জন্যেই এই ট্রাফিক সিগন্যালের ব্যবহার করা হতো। প্রথম দিকে রেলওয়ে প্রতিষ্ঠানগুলো ট্রেন থামানোর জন্য লাল রঙ, ট্রেন চলার জন্য সাদা ও সতর্কতা বোঝাতে সবুজ রঙ ব্যবহার করতো। তবে কিছুদিন পরেই সাদা রঙ ব্যবহারের ক্ষেত্রে ট্রেন কন্ডাক্টরদের জটিলতার মুখোমুখি হতে হয়। রাতের বেলা দূর থেকে সাদা রঙ তারার মতো দেখাতো। সাদা রঙ দেখানোর অর্থ- ট্রেন এখন চলতে পারবে, অথচ ট্রেন কন্ডাক্টররা এই সিগন্যাল বেশিরভাগ সময় ধরতে ব্যর্থ হতো এবং ট্রেন ছাড়ার সময়ে গন্ডগোল দেখা দিতো। ফলে পরবর্তী সময়ে রেলওয়ে প্রতিষ্ঠানগুলো ট্রেন চলার জন্য সাদার পরিবর্তে সবুজ রঙের ব্যবহার শুরু করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন