ঝালকাঠির নলছিটিতে মোল্লারহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান আক্কাস সরদারকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানাসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১০ জুন রাতে মোল্লারহাট বাজারে প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্কাস সরদারকে কুপিয়ে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় আক্কাসকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ইউপি সদস্য মিজানুর রহমান বাদী হয়ে ১৩ জুন নলছিটি থানায় ১৭ জনকে আসামি করে একটি মামলা করেন।