নভেল করোনাভাইরাসের থাবা থেকে বাঁচেনি আফ্রিকা মহাদেশও। এরই মধ্যে সেখানে চার লাখ ছাড়িয়েছে সংক্রমণ। মারা গেছে ১০ হাজারেরও বেশি মানুষ। এরই মধ্যে তিন মাস পরে চালু হলো মিসরের বিমানবন্দরগুলো। দ্বার খুলেছে ইতিহাস সমৃদ্ধ দেশটির সব মিউজিয়াম। গোটা বিশ্বের পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে পিরামিড। মিসরের জাতীয় বিমান সংস্থা ইজিপ্টএয়ার জানিয়েছে, ১৪টি আন্তর্জাতিক বিমানে অন্তত দুই হাজার যাত্রী গতকাল বুধবার কায়রো বিমানবন্দর থেকে সফর করেছেন। সাড়ে তিনশোরও বেশি ইউক্রেনীয় পর্যটককে নিয়ে দুটি বিমান নেমেছে লোহিত সাগরের হারগাদায়। লোহিত সাগরের উপকূলে মিসরের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র এটি। মিসরের পুরাতত্ত্ব বিষয়ক সু