স্রোতে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল ব্যাহত

সময় টিভি প্রকাশিত: ০১ জুলাই ২০২০, ১০:৩৯

পদ্মা-যমুনায় গত ২৪ ঘণ্টায় ১৯ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্রবল স্রোত ও পন্টুনে পানি ঢোকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল চরম ব্যাহত হচ্ছে। উভয়ঘাটে পারের অপেক্ষায় রয়েছে সহস্রাধিক যানবাহন।

এ সুযোগে পুলিশের নামে চলছে চাঁদাবাজি--এমন   অভিযোগ করেছেন আটকেপড়া ট্রাক চালকরা। ঘাট কর্তৃপক্ষ জানায়, নদীতে পানি বৃদ্ধি ও পন্টুনে পানি উঠায় ফেরি চলাচলে আগের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। অন্যদিকে স্রোতের বিপরীতে অনেক ফেরিই চলতে পারছে না। যন্ত্রাংশ নষ্টের কারণে মেরামত করে চলতে সময় লাগছে। দীর্ঘদিনে পুরানো ফেরি হওয়ায় এমনটি বেশি হচ্ছে। অন্যদিকে পরিবহন, অ্যাম্বুলেন্স সহ জরুরি যানবাহনকে অগ্রাধিকার দিয়ে পার করা হচ্ছে। এতে জমে যাচ্ছে পণ্যবাহী ট্রাক।

বুধবার (১ জুলাই) সকাল ৭টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া উভয় ঘাট এলাকায় আটকে পড়েছে ছোট-বড় সহস্রাধিক যানবাহন। এতে পচনশীল ও রাজধানীগামী পণ্যবাহী ট্রাকচালক ও ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। এ সুযোগে পুলিশ অতিরিক্ত টাকা নিয়ে ট্রাক পার করছে এমন অভিযোগ করেছেন গাড়ির চালকরা। আরিফ নামে এক ট্রাক চালক জানান, গত দুই দিন ধরে ঘাটে বসে আছি পারের অপেক্ষায়, কিন্তু হতে পারছি না। আমার চেয়ে পরে এসে পুলিশের সাথে যোগাযোগ করে অনেকে পার হয়েছে গেছে। তাদের অতিরিক্ত হাজার টাকা দিতে হচ্ছে যা আমার কাছে নেই।   সিরাজুল ইসলাম নামে একজন বলেন, আমার ট্রাক কাঁচামালবাহী আমি পার হতে পারছি না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us