সংবাদ সম্মেলন আর প্রেস রিলিজেই সীমাবদ্ধ বিএনপি

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৮ জুন ২০২০, ১৩:৪৩

বিভিন্ন ইস্যুতে সংবাদ সম্মেলন আর প্রেস রিলিজে বার্তা প্রদানের মাধ্যমেই দলীয় কর্মসূচি পালনে সীমাবদ্ধ রয়েছে বিএনপি। দলীয় সূত্রমতে, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন বাতিলের দাবিতে কর্মসূচিতে টানা ব্যর্থ হওয়ার পর এখন পর্যন্ত বড় ধরনের কোনো আন্দোলন-সংগ্রাম বা কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি।

দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়া কারাগারে থাকা অবস্থায়ও তেমন কোনো কর্মসূচি দেখা যায়নি তাদের। কোনো বিষয় নিয়ে প্রতিবাদ করতে হলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনের মাধ্যমে তা উপস্থাপন করেন। আর খুব বড় কিছু হলে গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর বাইরে নেই তেমন কোনো কর্মসূচি। বিভিন্ন সময় কর্মসূচি ঘোষণা করলেও সেখানে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায় না।

ফলে দীর্ঘদিন ধরে সংবাদ সম্মেলন ও প্রেস রিলিজের মধ্যেই দলীয় কর্মকাণ্ডে সীমাবদ্ধ বিএনপির কার্যক্রম। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির সিনিয়র এক নেতা বলেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হলেন তারেকের অনুসারী আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন খালেদা জিয়ার অনুসারী হিসেবে পরিচিত। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় একজনের দখলে। আরেকজনের দখলে গুলশান কার্যালয়। এর বাইরে এখন বিএনপির কার্যক্রম নেই বললেই চলে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us