করোনায় বিক্ষোভ সমাবেশ: সিরাজগঞ্জে যুবলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত

সমকাল প্রকাশিত: ২৭ জুন ২০২০, ১৫:২১

করোনাভাইরাসে রাজনৈতিক ও সামাজিক সভা-সমাবেশ সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলেও সিরাজগঞ্জের বেলকুচিতে হাজারো নেতাকর্মী বিক্ষোভ-সমাবেশ করেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। 

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত পত্রে শুক্রবার কমিটি বিলুপ্ত করা হয়। 

গ্রামীণ শালিস বৈঠকে পারিপার্শ্বিক মতানৈক্য নিয়ে উপজেলা যুবলীগের আহবায়ক সাজ্জাদুল হক রেজা ও যুগ্ন-আহবায়ক ফারুক সরকারসহ কতিপয় নেতাকর্মী বেলকুচিতে সাবেক মন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সঙ্গে সরাসরি বিরোধে জড়ান। লতিফ বিশ্বাস ও তার ছেলেসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে আসামি করে দ্রুতবিচার আইনে থানায় মামলাও করেন। এরপর লতিফ বিশ্বাসের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।

এ নিয়ে সমকালসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হয়। এরপরই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us