২ সপ্তাহে পেঁয়াজের দাম এক-চতুর্থাংশ কমে গেছে

বণিক বার্তা প্রকাশিত: ২৭ জুন ২০২০, ০০:৩২

ভারতে খারিফ মৌসুমের কৃষিপণ্য আগাম বাজারে আসতে শুরু করেছে। এ পরিস্থিতিতেও দেশটির পাইকারি বাজারে কমতির দিকে রয়েছে পেঁয়াজের দাম। মহারাষ্ট্রের নাসিক জেলার মান্দি লাসালগাঁও এশিয়ার মধ্যে পেঁয়াজের সবচেয়ে বড় পাইকারি বেচাকেনার কেন্দ্র হিসেবে পরিচিত।

এখানকার পাইকারি বাাজারে দুই সপ্তাহের কম সময়ের ব্যবধানে পেঁয়াজের দাম ২৫ শতাংশ বা এক-চতুর্থাংশ কমে গেছে। কুইন্টালপ্রতি দাম ৭৪০ রুপির (ভারতীয় মুদ্রা) নিচে নেমে এসেছে। সামনের দিনগুলোয় পণ্যটির দাম আরো কমে যাওয়ার সম্ভাবনা দেখছেন বাজারসংশ্লিষ্টরা। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড লাসালগাঁওয়ের পাইকারি বাজারে পেঁয়াজের দরপতন নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, চলতি মাসের ১০ তারিখে এখানকার পাইকারি বাজারে প্রতি কুইন্টাল পেঁয়াজ ৯৫১ রুপিতে বিক্রি হয়েছিল। পরদিনই পেঁয়াজের দাম কুইন্টালপ্রতি ৯০০ রুপিতে নেমে আসে। একদিনের ব্যবধানে পণ্যটির দাম কুইন্টালে ৫১ রুপি কমে যায়। ১২ জুন লাসালগাঁওয়ের পাইকারি বাজারে পেঁয়াজের দাম আরেকটি বড় ধাক্কা খায়। দরপতন ঘটে কুইন্টালে ৪৯ রুপি। ওইদিন প্রতি কুইন্টাল পেঁয়াজের দাম দাঁড়ায় ৮৫১ রুপি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us