You have reached your daily news limit

Please log in to continue


৮৯ তম দাফনে প্রিয় বন্ধুকে কবরে রাখলেন সেই কাউন্সিলর

প্রিয় বন্ধুকে কবরে রেখে (কবরস্থ) ৮৯ তম দাফন সম্পন্ন করলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের আলোচিত সেই কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। করোনায় মারা যাওয়া এ পর্যন্ত ৮৯ জনকে দাফন করেছে তার টিম। নারায়ণগঞ্জে করোনা হানা দেয়ার শুরু থেকেই তিনি মৃতদের দাফন করে আসছেন। ঝুঁকিপূর্ণ এ কাজে গিয়ে সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপরও থেমে থাকেননি তিনি। খবর পাওয়া মাত্র লাশ দাফন করতে ছুটে যাচ্ছে খোরশেদ-১৩ টিম। তারা ধর্মীয় ও স্বাস্থবিধি মেনে মৃত ব্যক্তির গোসল করানো থেকে দাফন পর্যন্ত যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আসছে। বৃহস্পতিবার করোনা পজিটিভে মারা যান কাউন্সিলর খোরশেদের প্রিয় বন্ধু ইমতিয়াজ শাকিল। তাকেও দাফন করে টিম খোরশেদ-১৩ টিম। এর মধ্যদিয়েই টিমটি ৮৯ তম দাফন সম্পন্ন করে। এদিকে করোনা আক্রান্ত রোগীদের বাঁচাতে টিম খোরশেদ-১৩ প্লাজমাও দান করে যাচ্ছে। বৃহস্পতিবার দলটির প্রচেষ্টায় ৩১ ও ৩২ তম প্লাজমা দেয়া হয়। সাজেদা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন করোনা আক্রান্ত চৈতীকে ২০০ এমএল ‘ও’ পজিটিভ প্লাজমা দেন তারা। এ বিষয়ে কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, করোনা আক্রান্তদের বাঁচাতে আমি নিজেও প্লাজমা দিয়েছি। এটি রক্তদানের চেয়েও সহজ কাজ। করোনা আক্রান্ত রোগীকে প্লাজমা দিলে হয়তো আল্লাহর রহমতে তিনি জীবন ফিরে পেতে পারেন। আমরা সবাইকে আহ্বান করছি— প্লাজমা দিন, জীবন বাঁচান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন