You have reached your daily news limit

Please log in to continue


অস্থায়ী তিন পশুর হাট ইজারায় সিএমপির আপত্তি

চট্টগ্রাম মহানগরীতে কোরবানির সময় অস্থায়ী ভিত্তিতে অনুমোদন দেওয়া তিনটি পশুর হাট এবার ইজারা না দেওয়ার জন্য সিটি করপোরেশনের প্রতি অনুরোধ জানিয়েছে মহানগর পুলিশ। চলমান করোনাভাইরাসের সংক্রমণের প্রার্দুভাব আরো ব্যাপক হারে বাড়তে পারে-এমন আশঙ্কায় এমন আপত্তি জানানো হলো। এই সংক্রান্ত একটি নগর পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো হয়েছে সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তার কারছে। এই চিঠিতে স্বাক্ষর করেছেন নগর পুলিশের বিশেষ শাখার উপ-কমিশনার মো. আব্দুল ওয়ারীশ। চিঠির ভাষ্য অনুযায়ী, কোরবানির পশুর হাট হিসেবে সাতটি স্থানে সিটি করপোরেশন এবার অস্থায়ীভাবে বাজার বসানোর জন্য অনুমতি দিয়েছে। এসব বাজারের মধ্যে কর্ণফুলী, সল্টগোলা রেলক্রসি, স্টিলমিল, পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় মাঠ, কমল মহাজন হাট, বার্টার ফ্লাই পার্কের পাশের স্থান এবং নিউমুরিং আবাসিক এলাকার নির্ধারিত বাজার খালি জায়গা হিসেবে আছে। এসব অস্থায়ী বাজারের মধ্যে স্টিল মিল, পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় মাঠ এবং নিউমুরিং আবাসিক এলাকার বাজার নিয়ে সিএমপি আপত্তি জানিয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন