সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ৩০টি মহিষ আটক

ঢাকা টাইমস প্রকাশিত: ২৫ জুন ২০২০, ২২:২৯

মৌলভীবাজারের বড়লেখার বোবারথল সীমান্ত দিয়ে চোরাই পথে আসা প্রায় ২০ লাখ টাকার ৩০টি ভারতীয় মহিষ আটক করেছে বিজিবি। উপজেলার সদর ইউনিয়নের গঙ্গারজল এলাকায় বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি এ অভিযান চালায়। এ সময় মহিষ পাচারকারীরা পালিয়ে যায়। বিকালে বিজিবি জুড়ী কাস্টমস অফিসে মহিষগুলো জমা দিয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল বৃহস্পতিবার সকালে মেইন পিলার ১৩৮২/৪-এস থেকে সাত কিলোমিটার অভ্যন্তরে বড়লেখা উপজেলার গঙ্গারজল নামক স্থানে অবস্থান নেয়। শতাধিক ভারতীয় মহিষের পাল নিয়ে চোরাচালানিরা অগ্রসর হলে বিজিবি তাদেরকে ধাওয়া করে ৩০টি মহিষ আটক করে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে ঝোপ-ঝাড়ের মধ্যে মহিষ ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়।

এ সময় বিজিবি ৩০টি ভারতীয় অবৈধ মহিষ আটক করেছে, যার সিজার মূল্য প্রায় ১৮ লাখ ২০ হাজার টাকা। আটক মহিষগুলো বৃহস্পতিবার বিকালে জুড়ী কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us